ঝাড়গ্রাম ইতিহাসের খণ্ডচিত্রবিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর স্ত্রী লেডি অবলা বসু বাল্য বিধবাদের স্বনির্ভর করার জন্য বিদ্যাসাগর বাণীভবন নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন।বসু বিজ্ঞানমন্দিরের বিপরীত পাশে অবস্থিত এই প্রতিষ্ঠানে তাদের হস্তশিল্পে প্রশিক্ষণ দেওয়া হয় এবং শিক্ষকতার জন্য বুনিয়াদী শিক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়।ঝাড়গ্রাম রাজ এস্টেটের ম্যানেজার ছিলেন দেবেন্দ্র মোহন ভট্টাচার্য। বাঙালী চরিতাভিধানে ঝাড়গ্রাম জেলার কেবল তাঁর নামই পাওয়া যায়।তাঁর স্মৃতিটুকু আছে কেবল দেবেন্দ্র মোহন হল ডি এম হল।তিনি লেডি অবলা বসুকেঝাড়গ্রামে একটি অনুরূপ প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য এগার বিঘা জমি দান করেন।ঝাড়গ্রামে এই প্রতিষ্ঠান তৈরি করে তিনি এখানে এসে যে বাড়িটিতে থাকতেন,তা এখন ধ্বংসস্তুপে পরিনত হয়েছে।ঐ সময় শিশু সাহিত্যিক সুকুমার রায়ের মৃত্যু হওয়ায় তাঁর পরিবার দুরবস্থায় পড়ে।লেডি অবলা বসু সুকুমার রায়ের স্ত্রীকে কোলকাতার প্রতিষ্ঠানে শিক্ষকতা কাজে নিয়োগ করেন এবং পরে ঝাড়গ্রাম প্রতিষ্ঠানের পুরো দায়িত্ব তাঁর ওপর ছেড়ে দেন।সত্যজিত রায় ঐ সময় শান্তিনিকেতনের।ছাত্র ছিলেন।মা কাজের চাপে ছেলের কাছে যেতে পারতেন না।তাই সত্যজিত রায় মায়ের সাথে দেখা করতে মাঝে মাঝে ঝাড়গ্রামে আসতেন।
রুম্পা বিদ্রোহদক্ষিণ ভারতের গোদাবরী অঞ্চলের রুম্পা আদিবাসীদের সশস্ত্র বিদ্রোহ(১৮৭৮-১৮৮০)উনবিংশ শতকের সপ্তম দশকে মাদ্রাজ প্রদেশ জুড়ে প্রবল দুর্ভিক্ষে ৫০ লক্ষ মানুষ প্রান হারান। ১৮৭৬ এর ২৩ শে নভেম্বর অমৃত বাজার পত্রিকা এই দুর্ভিক্ষের কারণ হিসেবে বৃটিশ শাসকের শোষন, উদাসীনতাকে দায়ী করেছিল। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কলকাতাবাসীর কাছে দুর্ভিক্ষপীড়িতমানুষদের সাহায্যার্থে অর্থদানের আবেদন করলেও বিশেষ সাড়া পাওয়া যায়নি। এই ভয়াবহ দুর্ভিক্ষের ভেতরেই উপুর্যপরি শোষন, বনাঞ্চল সংক্রান্ত বাধানিষেধ ও করের বোঝা দক্ষিণ ভারতে পর্বত-অরন্যচারীরুম্পা আদিবাসীদের ভেতর তীব্র ক্ষোভের জন্ম দেয়।রুম্পা সম্প্রদায় ছিল গোষ্ঠীমূলক। সমাজে সব কাজই একত্রিত সিদ্ধান্তে হতো। সুতরাং সকলেই মিলিতভাবে বিদ্রোহের সিদ্ধান্ত নেয়। এদের প্রধান নেতা ছিলেন চান্দ্রিয়া। লিংগম রেড্ডি, থুমন ধোরা প্রমুখ অন্যান্য নেতারাও বিদ্রোহ পরিচালনা করেন। তারা থানা আক্রমন, অগ্নিসংযোগ, সরকারী কর্মচারীদের হত্যা ও ভদ্রাচলম, বিশাখাপত্তনম তথা পূর্ব গোদাবরী অঞ্চলে নিজেদের অধিকার কায়েম করলে সশস্ত্র পুলিশবাহিনীর সাথে খন্ডযুদ্ধ হয়, উন্নত আগ্নেয়াস্ত্র ও স...
Comments
Post a Comment