আজকের এইদিনে--১৪ সেপ্টেম্বরঘটনাবলী-------------৭৮৬ সালের এইদিনে আল হাদির মৃত্যুর পর তাঁর ভাই হারুন অর রসিদ আব্বাসীয় খলিফা নিযুক্ত হন।১৮০৪ সালের এইদিনে আবহাওয়া গবেষণার কাজে প্রথম বেলুন ব্যবহার করা হয়।১৮১২ সালের এই দিনে রাশিয়ার রাজধানী মস্কোয় পৃথিবীর ইতিহাসের অন্যতম একটি ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।১৯১৭ সালের এইদিনে রাশিয়াকে রিপাবলিক ঘোষণা করা হয়।১৯৪৯ সালের এইদিনে ডঃ অ্যাডেনর জার্মানির প্রথম চ্যান্সেলর নিযুক্ত হন।১৯৫৯ সালের এইদিনে প্রথম মহাশূন্যযান সোভিয়েতের লুনিক-২ চাঁদে অবতরণ করে।১৮৬৭ সালের এই দিনে কার্ল মার্কস মুখ্য রচনা ডাস ক্যাপিটাল প্রকাশিত হয়।১৯৬০ সালের এইদিনে 'অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কাউন্ট্রিস' (ওপেক) প্রতিষ্ঠিত হয় ।১৯৭৯ সালের এইদিনে আফগানিস্তানের রাষ্ট্রপতি নূর মোহাম্মদ তারাকি সামরিক অভ্যুত্থানে নিহত হন ।১৯৮২ সালের এইদিনে লেবাননের রাষ্ট্রপতি বাসির গামায়েল নিহত হন।১৯৯৫ সালের এইদিনে কলকতায় পাতাল রেল চালু হয় ।২০০০ সালের এইদিনে মাইক্রোসফট উইন্ডোজ এমই ( ME) বাজারে ছাড়ে ।জন্ম------১৭৯১ - ফ্রান্ৎস বপ, জার্মান ভাষাবিজ্ঞানী।১৮৭১ - ইয়োসেফ ব্লক, ছিলেন একজন জার্মান সমাজতান্ত্রিক সাংবাদিক।১৮৮৮ - অনুকূলচন্দ্র ঠাকুর, বাঙালি ধর্ম সংস্কারক।১৯২৮ - আলবের্তো কোর্দা, একজন কিউবান আলোকচিত্র শিল্পী।মৃত্যু------১৩২১ - ইতালীয় কবি দান্তে আলিগিয়েরির মৃত্যু।১৯০১ - উইলিয়াম ম্যাকিন্লি, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫তম রাষ্ট্রপতি।১৯৭১ - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক।
রুম্পা বিদ্রোহদক্ষিণ ভারতের গোদাবরী অঞ্চলের রুম্পা আদিবাসীদের সশস্ত্র বিদ্রোহ(১৮৭৮-১৮৮০)উনবিংশ শতকের সপ্তম দশকে মাদ্রাজ প্রদেশ জুড়ে প্রবল দুর্ভিক্ষে ৫০ লক্ষ মানুষ প্রান হারান। ১৮৭৬ এর ২৩ শে নভেম্বর অমৃত বাজার পত্রিকা এই দুর্ভিক্ষের কারণ হিসেবে বৃটিশ শাসকের শোষন, উদাসীনতাকে দায়ী করেছিল। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কলকাতাবাসীর কাছে দুর্ভিক্ষপীড়িতমানুষদের সাহায্যার্থে অর্থদানের আবেদন করলেও বিশেষ সাড়া পাওয়া যায়নি। এই ভয়াবহ দুর্ভিক্ষের ভেতরেই উপুর্যপরি শোষন, বনাঞ্চল সংক্রান্ত বাধানিষেধ ও করের বোঝা দক্ষিণ ভারতে পর্বত-অরন্যচারীরুম্পা আদিবাসীদের ভেতর তীব্র ক্ষোভের জন্ম দেয়।রুম্পা সম্প্রদায় ছিল গোষ্ঠীমূলক। সমাজে সব কাজই একত্রিত সিদ্ধান্তে হতো। সুতরাং সকলেই মিলিতভাবে বিদ্রোহের সিদ্ধান্ত নেয়। এদের প্রধান নেতা ছিলেন চান্দ্রিয়া। লিংগম রেড্ডি, থুমন ধোরা প্রমুখ অন্যান্য নেতারাও বিদ্রোহ পরিচালনা করেন। তারা থানা আক্রমন, অগ্নিসংযোগ, সরকারী কর্মচারীদের হত্যা ও ভদ্রাচলম, বিশাখাপত্তনম তথা পূর্ব গোদাবরী অঞ্চলে নিজেদের অধিকার কায়েম করলে সশস্ত্র পুলিশবাহিনীর সাথে খন্ডযুদ্ধ হয়, উন্নত আগ্নেয়াস্ত্র ও স...
Comments
Post a Comment